শিক্ষাই জাতির মেরুদন্ড। কাজেই সবার জন্য শিক্ষা অর্জন করা মানুষের মৌলিক অধিকার। এ অধিকারকে যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে বিশ্বের অনেক দেশ আজ উন্নত দেশ হিসেবে উন্নতির চরম শিখরে আরোহণ করেছে। এ ক্ষেত্রে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছে। যুগের সাথে সংগতিপূর্ণ বিকাশের জন্য আমরা প্রত্যেকেই ভাবি নিজ নিজ সন্তানদের নিয়ে। প্রকৃতির সন্তান মানব শিশুকে পরিশুদ্ধ হতে হয়, পরিপুর্ণ হতে হয় স্বীয় সাধনায়। এ ক্ষেত্রে শিক্ষাই হলো আমাদের মূলমন্ত্র, অভিভাবকগণ তাদের সন্তানদের পাঠগ্রহণ, মেধার বিকাশ, শিখনে আগ্রহ, সততা ও মূল্যবোধ, ন্যায়পরায়ণতা, দেশপ্রেম ইত্যাদি মূল্যায়নে প্রয়োজনীয় উপদেশ ও নির্দেশনা দিয়ে সহযোগীর ভূমিকা পালনে সক্ষম হবেন বলে আমারবিশ্বাস। আমি শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও অভিভাবকগণের মধ্যে সুসম্পর্ক বজায় থাকুক এটাই কামনা করছে। বহমান নদীরমতো বিদ্যালয় সত্যিকার মানুষ তৈরির ধারা অব্যাহত রাখবে এই প্রত্যাশা করছি।